এলডিপি নেতার ভবনে ডিজে পার্টি, ১৭ নারীসহ আটক ২৫

চট্টগ্রামের পাঁচলাইশের ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার থেকে অবৈধ অশ্লীল ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে নারী-পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

তিনি বলেন, পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। এ ছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে ভবনে অভিযান চালানো হয়েছে সেটির মালিক এলডিপি নেতা মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের ৭ম তলার খালি ফ্লোরে গতরাতে ডিজে পার্টি চলছিল।

তিনি আরও বলেন, মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেন। রাতে উচ্চস্বরে গান চলছিল সেখানে। আর জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। স্থানীয়দের অভিযোগ ডিজে পার্টির আড়ালে গভীর রাতে সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ ছাড়াও সেখানে রাতভর মাদক সেবন করে উদাম নৃত্য করে উঠতি বয়সী তরুণ-তরুণীরা।