
প্রশ্ন : আমি ঢাকার যাত্রাবাড়ী থেকে এয়ারপোর্ট যাওয়ার কথা বলে একটি বাসে উঠি। উত্তর বাড্ডা এসে বাসের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। সুপারভাইজারের সঙ্গে আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার চুক্তি সত্ত্বেও মাঝপথে এসে নামিয়ে দেওয়ার কারণে আমার ওপর অর্ধেক রাস্তার ভাড়া দেওয়া জরুরি কি না? তারা যাত্রীদের কারো কাছ থেকেই অর্ধেক পথের ভাড়া না চাওয়ায় আমি বাড্ডা পর্যন্ত ভাড়া তাদের না দিয়েই চলে এসেছি। এই কাজ আমার জন্য জায়েজ হয়েছে কি? যদি জায়েজ না হয়ে থাকে, তাহলে এখন আমার করণীয় কী? যেহেতু ওই টাকা পরিশোধের এখন বাহ্যিক কোনো উপায় নেই।
-ফয়জুল্লাহ, উত্তরা
উত্তর : বাড্ডা পর্যন্ত ভাড়া না দিয়ে চলে যাওয়াটা ঠিক হয়নি। আপনার ওপর তা ঋণ হয়ে আছে। মালিকের সন্ধান পাওয়া দুষ্কর হলে মালিকের পক্ষ থেকে সদকা করে দেবেন। (রদ্দুল মুহতার : ৬/১৪, আহসানুল ফাতাওয়া : ৬/৩৯০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা