ঘোড়াঘাটে দুই ইটভাটাকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের পৌর শহরের চাম্পাতলি ও উপজেলার সিংড়া ইউনিয়ন বারোপাইকার গড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিল।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট ইউএনও রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এইচ বি এমকে ব্রিকসকে ১০ হাজার ও বি এইচ এনকে ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে ইটভাটার আগুন নিভিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।