
বিনোদন জগতে বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হন।
সম্প্রতি রণবীর সিং ‘সিংহম এগেইন সিনেমার ট্রেলার লঞ্চে যাওয়ার পর ঘোষণা দিয়েছেন যে, রোহিত শেঠি পরিচালিত এ সিনেমায় তার ও দীপিকার সন্তানের ডেবিউ করবে। আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘সিংহম এগেইন ।
অনুষ্ঠানে আরও এক কারণে নজর কেড়েছেন অভিনেতা রণবীর সিং। ছবির স্টারদের দেখতে উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ে এক শিশু চিৎকার করে কান্না করছিল। শিশুটির চিৎকার শুনেই সেখানে চলে যান রণবীর। কোলে তুলে নেন তাকে, এরপর শান্ত করে ফিরিয়ে দেন মায়ের কোলে।
রণবীরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকেই তা দেখে অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন।
রণবীর সিং বলেন, দীপিকা এখন সন্তানকে নিয়ে ব্যস্ত, কোথাও যাওয়ার অবকাশ নেই। আমার ডিউটি থাকে রাতে, সে কারণে আমি চলে এসেছি। এরপরই মেয়ের ডেবিউ সিনেমার খবর দেন তিনি। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।
রণবীর নিজে এ সিনেমায় সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার ভূমিকায় আছেন। ট্রেলার লঞ্চের এই অনুষ্ঠান ছিল তারকা খচিত। পরিচালক রোহিত শেঠির পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং।