নয় বছর পর বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজটিকে নিয়ে অনিশ্চয়তা ছিলো। শেষপর্যন্ত নিরাপত্তা পর্যবেক্ষক দলের ভরসা পেয়ে বাংলাদেশে এসেছে প্রোটিয়ারা। ২০১৫ সালের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে আসল দলটি।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে তারা। চোটে থাকলেও টেম্বা বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি।
এই টেস্ট ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বাভুমা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্টটি।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সাউথ আফ্রিকার।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশে দুটি টেস্ট খেলে সাউথ আফ্রিকা। সেবার বৃষ্টির কারণে দুটি টেস্ট ম্যাচই ড্র হয়। সেই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ।
সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।