পালিয়ে বিয়ে করে হয়রানির শিকার ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ান!

পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছেন কোক স্টুডিও বাংলায় প্রকাশিত গান ‘মালো মা’-এর গায়ক সাগর দেওয়ান। প্রায় ৪ মাস আগে সে বিয়ের জন্য থানা-পুলিশ এমনকি ডিবি কার্যালয়ের ভোগান্তিও পোহাতে হয়েছে সংগীতশিল্পীকে।
চলতি বছরের ২৫ জুন বিয়ের করেন ‘মালো মা’-এর গায়ক সাগর দেওয়ান।
চলতি বছরের ২৫ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাগর। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক ফারিয়া ইসলাম মাহিন। ফারিয়া যুক্তরাষ্ট্রে পড়াশুনা করেন। দুই বছর আগে কাজের সূত্রে ফারিয়ার সঙ্গে পরিচয় হয় সাগরের।
এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে সাগর দেওয়ান বলেন,
পরিচয় থেকে ভালো লাগা এরপর ভালোবাসা। আমরা বিয়ের সিদ্ধান্তে এগোলে দুপক্ষেরই পরিবারকে জানাই। কিন্তু কোনো পক্ষই এ বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই পালিয়ে বিয়ে করেছি।
স্ত্রী ফারিয়া ইসলাম মাহিনের সঙ্গে সংগীতশিল্পী সাগর দেওয়ান।
সাগর আরও বলেন, ‘বিয়ের পর আমার পরিবার মেনে নিলেও ফারিয়ার পরিবার মেনে নিতে পারেনি। যা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতি এমন হয়রানির পর্যায় গড়ায় যে ডিবি কার্যালয়ে বিয়ের সব প্রমাণ দেখাতে হয়েছে। এ ডিবি কার্যালয় অবশ্য ঢাকার নয়, অন্য একটি।
আফসোস করে সাগর আরও বলেন,
ফারিয়ার মা ফারিয়ার ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। ওই ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফারিয়ার। যে কারণে ভার্সিটির পড়াশুনাও বাধাগ্রস্ত হচ্ছে ওর। অথচ ফারিয়ার বড় ভাই আমার নামে ফেসবুকে অভিযোগ করেছেন যে, আমিই ফারিয়াকে পড়াশোনা করতে দিচ্ছি না।
সবশেষে সাগর বলেন, ‘ফারিয়াকে পড়াশোনাসহ যে কোনো বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। সেও আমার পাশে আছে। মূল কথা, আমরা একে অন্যের সঙ্গে ভালো আছি। তাই সবার দোয়া চাই। আশা করছি, পারিবারিক দূরত্ব সময়ের সঙ্গে ধীরে ধীরে দূর হয়ে যাবে।
সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় গীতিকার খালেক দেওয়ানের গান ‘মালো মা’তে কণ্ঠ দেন খালেক দেওয়ানের নাতি সাগর দেওয়ান। কোক স্টুডিও বাংলার প্রকাশিত এ গানই তুমুল জনপ্রিয়তা এনে দেয় সংগীতশিল্পী সাগর দেওয়ানকে।