উইন্ডোজের জন্য চালু হলো চ্যাটজিপিটি অ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছে চ্যাটজিপিটি অ্যাপ। বর্তমানে যাদের প্লাস, টিম, এন্টারপ্রাইজ ও এডু সাবস্ক্রিপশন রয়েছে, শুধু এমন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা উইন্ডোজে এটি ব্যবহার করতে পারবেন।

গত বৃহস্পতিবার ওপেনএআই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, চলতি বছরের শেষ নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

অ্যান্ড্রয়েড ও অ্যাপল ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি অ্যাপ আগেই বাজারে এনেছে ওপেনএআই। এবারে উইন্ডোজ ভিত্তিক ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য তা নিয়ে এল। ম্যাক সংস্করণের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটি অ্যাপটি একটি আলাদা উইন্ডোতে ব্যবহার করা যাবে। যেখানে ব্যবহারকারীরা সহজেই এআই চালিত চ্যাটবটে প্রশ্নোত্তর করতে পারবেন। এছাড়া কি-বোর্ডে ‘Alt + Space’ শর্টকাট ব্যবহার করে অ্যাপটি সরাসরি চালু করা যাবে।

ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে ফাইল ও ছবি আপলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন খুব সহজেই ওপেনএআইয়ের উন্নত ও নতুন মডেলগুলো ব্যবহার করতে পাবেন। তবে অ্যাপটিতে এখনো উন্নত ভয়েস মোডসহ কিছু ফিচার যুক্ত করা হয়নি।

এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটি অ্যাপটি চালু অবস্থায় বিভিন্ন কাজে খুব সহজেই ব্যবহার করা যাবে। বিভিন্ন ফাইল ও ছবি আপলোড করে সেগুলোর ‘সামারি’ তৈরি করার, পাশাপাশি বিশ্লেষণ করা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

উল্লেখ্য, জুন মাসে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য চ্যাটজিপিটি অ্যাপ চালু করার পর একটি নিরাপত্তা দুর্বলতা খুঁজে পাওয়া যায়। যেখানে কথোপকথনগুলো টেক্সটে সেভ হচ্ছিল। ওপেনএআই সেই সমস্যার সমাধান করে। বাজারে প্রচলিত জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি। বর্তমানে এই চ্যাটবটটির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।