বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্স

শোকজ লেটার দেওয়ার পাশাপাশি বরখাস্ত করা হয়েছে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। পাশাপাশি নতুন কোচের নামও ঘোষণা করা হয়েছে। আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত টাইগারদের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) জরুরি সংবাদ সম্মেলনে ডেকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দেন। বিসিবি সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আমাদের ইনিশিয়াল চুক্তি হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সবকিছু ঠিক থাকলে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট পর্যন্তই সিমন্সকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

কোচ হিসেবে বেশ সমৃদ্ধ সিমন্সের ক্যারিয়ার। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলকে দুই দফায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। সিমন্সের অধীনেই ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সিমন্স। সবশেষ পাপুয়া নিউগিনির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ৬১ বছর বয়সী সিমন্স।