
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ শে অক্টোবর চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এডভোকেট জায়েদ বিন রশিদের নেতৃত্বে কয়েক হাজার যুবদলের নেতা কর্মী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরের ষোল শহর সংলগ্ন শপিং কমপ্লেক্স দিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন। উক্ত বর্ণাঢ্য র্যালিতে মহানগর যুবদলের বিভিন্ন নেতা কর্মী নিজ নিজ মিছিল সহকারে যোগদান করেন।
জানা যায় , ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শহরের ২ নং গেইট ঐতিহাসিক বিপ্লব উদ্যানের স্মৃতিস্তম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর ব্যানারে বর্ণাঢ্য র্যালি সহকারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এডভোকেট জায়েদ বিন রশিদ বক্তব্যে বলেন- ১৯৭৮ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ঐক্য প্রগতি মূলমন্ত্রণ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করেছিলেন। তিনি বলেন যৌবন যার যুদ্ধ করার সময় তার। ১৫-১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়ন থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। দেশকে নতুন করে সাজাতে যুবকদের বিকল্প নেই। গণতন্ত্রের পুনরুদ্ধারে যুবদল নেতাকর্মীরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা অবশ্যই মাঠে সক্রিয় থাকবে। যুবদল বিএনপির শক্তিশালী সংগঠন তাই আগামীতে যুবদলের সংগঠনে যুবকদের প্রাধান্য দিতে হবে। সর্বশেষ সুন্দর ও সুশৃংখলভাবে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ ও পুষ্পস্তবকের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানান।
২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এডভোকেট জায়েদ বিন রশিদ এর নেতৃত্বে কয়েক হাজার যুবদল নেতা কর্মী সহকারে বর্ণাঢ্য র্যালিতে নিজ নিজ র্যালী সহকারে যুক্ত হয়েছেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা – মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ বাবুল, মোহাম্মদ তারেক, আরিফুর রহমান, জামশেদ মাহমুদ, মুজিবুর রহমান, শুভ চৌধুরী, সাখাওয়াত হোসেন টিপু, কাইয়ুম হোসেন রিপন, খোরশেদ আলম, রুবেল, রবিউল হোসেন, এড. আব্দুল আলম, এড. দিদারুল আলম টিপু, সালাউদ্দিন কাদের চৌধুরী মানিক, মিজানুর রহমান, হিমু, মাঈনুল মুন্না প্রমুখ।
উক্ত বর্ণাঢ্য র্যালি ২ নং গেইট ঐতিহাসিক বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।