অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ এর নেতৃত্বে হাজার হাজার যুবদলের নেতা কর্মী যুব পদযাত্রায় অংশগ্রহণ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির উদ্যোগে গতকাল বিকাল ৩ ঘটিকায় নগরের ২ নং গেইট বিপ্লব উদ্যানে সমাবেশ ও যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের কর্মসূচি যুব পথযাত্রায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ এর নেতৃত্বে হাজার হাজার যুবদলের নেতা কর্মী যুব পদযাত্রায় অংশগ্রহণ করে নগরের ২ নং গেইট বিপ্লব উদ্যানে সমাবেশে যোগদান করেন।

জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির উদ্যোগে নগরের ২নং গেইট ঐতিহাসিক বিপ্লব উদ্যানে সমাবেশ ও যুব পদযাত্রা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ এর নেতৃত্বে হাজার হাজার যুবদলের নেতা কর্মী যুব পদযাত্রায় অংশগ্রহণ করে নগরের ২ নং গেইট বিপ্লব উদ্যানের সমাবেশে যোগদান করেন এবং সমাবেশ শেষে উক্ত যুব পদযাত্রা নগরের বাস টার্মিনালের বিপরীতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্রে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ এর নেতৃত্বে যুব পদযাত্রায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা- মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ বাবুল, মোহাম্মদ তারেক, আরিফুর রহমান, জামশেদ মাহমুদ, মুজিবুর রহমান, শুভ চৌধুরী, সাখাওয়াত হোসেন টিপু, কাইয়ুম হোসেন রিপন, সাইফুল, বাবুল আকতার, খোরশেদ আলম, রুবেল, রবিউল হোসেন, এড. দিদারুল আলম টিপু, সালাউদ্দিন কাদের মানিক, মিজানুর রহমান, হিমু, সুমন বড়ুয়া, রবার্ট বড়ুয়া, আকাশ, করিম, মাঈনুল মুন্না প্রমুখ।