ইমরান খান-বুশরার বিরুদ্ধে ৮ মামলা করল পুলিশ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করেছে ইসলামাবাদ পুলিশ। আজ বৃহস্পতিবার জিও নিউজের অনলাইন প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
ইসলামাবাদে ইমরানের ডাকা গত ২৪ নভেম্বরের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও নিহতের ঘটনার পরেই এই মামলা হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ও বুশরা বিবি ছাড়াও পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে- পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্যের পরেই ইসলামাবাদ পুলিশ এসব মামলা করেছে। গতকাল বুধবার শাহবাজ শরীফ বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে পাকিস্তানকে আমরা রক্ষা করব না দাঙ্গা করতে দিব।
বিভিন্ন পুলিশ স্টেশনে এসব মামলা দায়ের করা হয়েছে। শাহজাদ টাউন, শিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোর, তারনোল, এবং বানি গালায় মামলা হয়েছে। পিটিআইয়ের কেন্দ্রীয় যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে আলি আমিন গান্দাপুর, সালমান আকরাম রাজা এবং শেখ ওয়াকাস আকরামও আছেন।
এ ছাড়া পিটিআইয়ের স্থানীয় নেতাসহ হাজার হাজার কর্মীর বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলায় সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, অপহরণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।