
বিগত সরকারের সময় জেলা প্রশাসকদের (ডিসি) জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আইন বহির্ভূত কাজ করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘জেলা প্রশাসকরা যাতে সেখান থেকে বের হয়ে এসে আইন অনুযায়ী কাজ করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।’
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, ‘আইন অনুযায়ী জনগণের সেবা করাই হলো জেলা প্রশাসকদের মূল কাজ। ডিসিদের সেই আইন মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণকে অত্যাচার, নিপীড়নের কাজে লাগিয়েছে। ভবিষ্যতে দেশে যে দলই ক্ষমতায় আসবে তারা যাতে ডিসিদের জবগণকে নিপীড়নের কাজে না লাগায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’