গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টারদিকে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর এ হামলা চালায়।

এর পর পরেই এ ঘটনায় জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই গাইবান্ধা সদর থানা চত্বরে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার নেতাকর্মীরা।

আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন।

হামলার বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মাসুদ রানা জানান, আজ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনৈক এক নেতার স্বজনের সাথে খারাপ আচরণ করে মেলার জনৈক এক দোকানদার। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে দোকানদার ও অয়োজক কমিটির লোকজন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়ে ছুরিকাঘাত করে। এতে তাদের তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হামলাকারীদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।