বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল জারিফ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আরও একজন শিক্ষার্থী চলে গেল না ফেরার দেশে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩) শনিবার সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছে।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।

জারিফ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। তার বাবা হাবিবুর রহমান, মা রাশেদা ইয়াসমিন—শোকাহত এই পরিবার এখন হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে।

এর আগের দিন শুক্রবার (২৫ জুলাই) বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিশু শিক্ষার্থী—আইমান (১০) ও মাকিন (১৩) মারা যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

৩৪ জনের মর্মান্তিক মৃত্যু, চিকিৎসাধীন বহু
শনিবার সকালের সবশেষ হিসাব অনুযায়ী, মাইলস্টোন স্কুলে ঘটনার পর মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। রাজধানীর সাতটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ।

নিহতদের মধ্যে—

জাতীয় বার্ন ইনস্টিটিউটে: ১৬ জন

সিএমএইচে: ১৫ জন

ঢামেকে: ১ জন

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (অজ্ঞাতনামা): ১ জন

ইউনাইটেড হাসপাতালে: ১ জন

এখনো আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে অনেক শিশু—এই ট্র্যাজেডি যেন শেষ হচ্ছে না কিছুতেই।