
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার সিল ভেঙে আমদানিকারকের অনুমোদন ছাড়াই কিসমিস পাচারের সময় তিনজনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের নাজমুল হোসাইন ভূঁইয়া (পাহাড়তলী), কুমিল্লার নূর মোহাম্মদ (লাকসাম) এবং মো. আব্বাছ (কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যা)।
বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনসিটি এলাকায় অভিযান চালানো হয়। একটি সিলবিহীন কনটেইনার ও তার পাশে থাকা কাভার্ডভ্যানে সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এবং বন্দরের নিরাপত্তা বিভাগ যৌথভাবে এলাকা ঘিরে ফেলে।
উদ্ধারকৃত পণ্যের বিবরণ
কাভার্ডভ্যানের ভেতর থেকে অ্যাসাইনমেন্টবিহীন অবস্থায় ১০ কেজি ওজনের মোট ৮৪টি কার্টনে ভরা কিসমিস উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং পাচারচেষ্টায় জড়িত তিন ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
সচিব জানান, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের আমদানি-রপ্তানি বানিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এই ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
আইনি প্রক্রিয়া চলমান
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।