শিক্ষক শহিদুল ইসলামের মৃত্যু: সাতকানিয়ার এক আলোকবর্তিকার বিদায়

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২ আগস্ট ২০২৫, শনিবার ভারতের কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রয়াত এনু মিয়ার ছেলে। শহীদুল ইসলাম ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও মানবিক মানুষ। সদা হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী আচরণ, বন্ধুসুলভ মনোভাব আর সবার প্রতি ভালোবাসা তাঁকে করে তুলেছিল ব্যতিক্রমী।

কেউই তাঁর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতে পারেননি তিনি ছিলেন সত্যিকার অর্থে ‘ভালোবাসার মানুষ’।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশ পুনর্গঠনে তাঁর সক্রিয় অংশগ্রহণ মানুষকে অনুপ্রাণিত করে। কেরানিহাট রাস্তায় স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেন, শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজের প্রতিও। বর্তমানে তাঁর মরদেহ বেনাপোল সীমান্ত পেরিয়ে গ্রামের পথে আনা হচ্ছে। চিরবিদায়ের যাত্রায় স্যার এখন বাড়ি ফিরছেন সবার শেষ ভালোবাসা নিতে।

ধারণা করা হচ্ছে, আগামীকাল তাঁর জানাজা সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে ও পরবর্তীতে তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর হৃদয়ে শহীদ স্যার তাঁর কর্ম, নীতি ও ভালোবাসার মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন।