চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত ও ৫ নেতা বহিষ্কার

 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। এছাড়া বিএনপি ও যুবদলের মোট পাঁচ নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একাধিক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে দুপুরে চট্টগ্রামের রাউজান–রাঙামাটি সড়কের সর্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গোলাম আকবর।

স্থগিত গিয়াস কাদেরের পদ
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় দলীয় কোন্দলে উসকানি দিয়ে আসছিলেন। এতে এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয় এবং দলীয় কর্মসূচিতে বিঘ্ন ঘটে। এ কারণেই তার ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় বলে জানায় কেন্দ্র।

বহিষ্কারকৃত নেতারা
একইদিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী এবং যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ওই নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উত্তর জেলা বিএনপিকে চরম সংকটে ফেলে দিয়েছেন। বারবার সতর্ক করার পরও তারা সহিংসতা ও দলীয় বিভাজন সৃষ্টি করে চলছিলেন।

আসছে নতুন কমিটি
২০২০ সালের ২৩ ডিসেম্বর গঠিত উত্তর জেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।