ফের আলোচনায় কাঞ্চন-শ্রীময়ী, জানালেন সন্তান আগমনের খবর

নানা নাটকীয়তার পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ে ঘিরে তাদের নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। এবার ফের আলোচনায় এই দম্পতি। কারণ মেয়ের বাবা-মা হয়েছেন তারা। উৎসবের আবহেই সুখবর দিলেন কাঞ্চন মল্লিক নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (২ নভেম্বর) রাতে পোস্ট করে বিষয়টি জানান তিনি।
মেয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিক। ভারতীয় সংবাদমাধ্যমে কাঞ্চন বলেন, আমার মেয়ে হয়েছে। আমরা কেউ কাউকে কিছু বলিনি। সন্তানসম্ভবা হলে একটা পরিবারের বিষয় থাকে তো, যে কাউকে বলতে নেই ইত্যাদি। আমরা পুরোটাই চেপে ছিলাম। কিন্তু বিকেল থেকে ওর শরীরটা খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে ভর্তি করাই ডাক্তারের পরামর্শে, ওটি হয়। শ্রীময়ী এখন ভালো আছে। আমি খুব গর্বিত যে আমার মেয়ে হয়েছে। মা-মেয়ে দুজনেই ভালো আছে।
মেয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিক।
মেয়ের আসার আগমনে ফেসবুক পোস্টে কাঞ্চন লেখেন, এই শুভ সময়ে আমাদের জীবনের শ্রেষ্ঠ খবরটা ভাগ করে নিতে চাই। আমরা এখন তিন সদস্যের পরিবার। আমাদের কন্যা সন্তান কৃশভিকে আশীর্বাদ করুন। এই পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা অনুরাগীদের।
চলতি বছরেই বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ছবি পোস্ট করতেন কাঞ্চন-শ্রীময়ী। সে রেশ ধরেই সম্প্রতি তারা পোস্ট করেছেন কালীপুজো উদযাপনের ছবি। সে থেকেই গুঞ্জন শুরু হয় মা হচ্ছেন শ্রীময়ী। যদিও তখনও কিছু বলেননি এই দম্পতি। তবে অবশেষে তারা সন্তান আসার খবর জানালেন।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন-শ্রীময়ী।
প্রসঙ্গত, টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালে পিংকি অভিযোগ করেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এরপর কাঞ্চন-পিংকির মাঝে তৈরি হয় চূড়ান্ত তিক্ততা। দীর্ঘদিন আলাদা থাকার পর গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। আর এর একমাস পরই তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে।