
বাড়িতে চুরি হয়েছে জানিয়ে পুলিশ ডাকলেন গৃহকর্তা। ফোন পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কী চুরি হয়েছে জেনে চোখ কপালে সবার। বাড়ির কর্তা জানালেন, ছিলে রাখা আলু চুরি গেছে তাঁর! পুলিশের সঙ্গে ওই ব্যক্তির কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মজার সব মন্তব্য করছেন নেটিজেনরা।
ঘটনা ভারতের উত্তরপ্রদেশের হারদোই জেলার। দিওয়ালির রাতে মান্নাপুরবা এলকার থানায় ফোন করেন স্থানীয় বাসিন্দা বিজয় ভার্মা। বাড়িতে চোর ঢুকেছে জানান তিনি। দ্রুত ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান পুলিশ সদস্যরা। কিন্তু সেখানে গিয়ে চোরের দেখা পাননি তাঁরা। কী চুরি গেছে জানতে চাইলে গৃহকর্তা জানান, আলু চুরি হয়েছে।
বিজয়ের সঙ্গে পুলিশের কথোপকথনের ওই দৃশ্য এক ব্যক্তি ক্যামেরাবন্দী করেন। সোশ্যাল মিডিয়া এক্সে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ বিজয়কে বিস্তারিত জানতে প্রশ্ন করেন। জবাবে বিজয় বলেন, ‘আমি বাড়িতে আলুর খোসা ছাড়িয়ে রেখে গেছিলাম। বাইরে থেকে একটু খানাপিনা সেরে এসে রান্না করতে চেয়েছিলাম। এসে দেখি আলু গায়েব।
পুলিশ এবার প্রশ্ন করেন, ‘কত কেজি আলু ছিল?’ জবাবে বিজয় বলেন, ‘কত হবে, ২৫০-৩০০ গ্রাম।’ ওই পুলিশ সদস্য এরপর বলেন, ‘কারও ওপর সন্দেহ আছে?’ বিজয় বলেন, ‘আমি কী করে বলব! আপনারা তদন্ত করে দেখুন।
এবার পুলিশ সদস্য জানতে চান, ‘মদ পান করেছ, নেশা আছে কি?’ জবাবে বিজয় বলেন, ‘একটু আধটু খাই। হালকা নেশা আছে। সারাদিন খাটা-খাটনির পর সেই টাকায় একটু-আধটু পান করি। কিন্তু সেটি আসল কথা নয়। আমার আলু খুঁজে দিন।’
গৃহকর্তা আর পুলিশের ওই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেখানে মজার সব মন্তব্য করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘২৫০ গ্রাম আলু। চিন্তার বিষয় অবশ্যই। আলুর নিরাপত্তা নিয়ে অবশ্যই ভাবতে হবে।’ আরেকজন লেখেন, ‘পুলিশ সাধারণ মানুষের সেবক। ওই ব্যক্তি সেটির প্রয়োগ চাইছেন।’