
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল, সংগীতশিল্পী ও অভিনেতা ওমর শাহজাদ। সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদ আল-হারামে বিয়ে করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিনেতা নিজেই নিশ্চিত এ সুখবর করেছেন।
এর আগে কিছুদিন আগেই মসজিদ আল-হারামে বিয়ে করেন পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গওহর রশীদ। তাদের দেখানো পথেই হাঁটলেন অভিনেতা ওমর শাহজাদ। পবিত্র স্থান থেকে বিয়ের খবর জানালেন এ অভিনেতা।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের খবর জানালেও এখনো স্ত্রীর পরিচয় জানাননি অভিনেতা ওমর শাহজাদ। তিনি স্ত্রীর মুখ আড়ালে রেখে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে পবিত্র কুরআনের আয়াত সম্বলিত একটি হৃদয়গ্রাহী ক্যাপশন দিয়েছেন।
এ অভিনেতা কুরআনের আয়াত উল্লেখ করেছেন, ‘এবং আমরা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’ (কুরআন ৭৮:৮)। আর ক্যাপশনে লিখেছেন, ‘মক্কার পবিত্র আকাশের নিচে একটি নতুন অধ্যায়। আমাদের যাত্রা ভালোবাসা, বিশ্বাস ও আল্লাহর আশীর্বাদে পরিপূর্ণ হোক।’
ওমর শাহজাদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা।