ইফতারের আগে ভেবেছিল একটা খেজুর খাবে, তারপর যা হলো!

মোহাম্মদ ইউছুপ, বাঁশখালী প্রতিদিন:

রায়হান (২৬) ঠিক করল,  “আজ বেশি খাব না, শুধু একটা খেজুর দিয়ে ইফতার করবো!”
কিন্তু বাস্তবে যা ঘটল, তা কল্পনাতীত!

ইফতার শুরু!
প্রথমে: খেজুর মুখে দিল

তারপর: একটু শরবত খেল

তারপর: পেঁয়াজু, বেগুনি, ছোলা— “একটু একটু করে খাই”

তারপর: গরুর ভুনা— “এক টুকরো খেলেই হবে”

তারপর: বিরিয়ানি— “এটুকু না খেলে চলে?”

ফলাফল!
নামাজ পড়তে গিয়ে রায়হানের মনে হলো,

“উফ! এত খেলাম কেন?” 😫

পাশের লোক ফিসফিস করে বলল,

“ভাই, আপনি তো আস্তে আস্তে ঈদের দিনের খাবারেও ঢুকে গেছেন!”

রায়হান বুঝল,

“একটা খেজুর থেকে শুরু হয়েছিল, কিন্তু গল্পটা ওখানেই শেষ হয়নি!” 🤣