বাঁধের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ ছাত্রীর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়িবাঁধের পানিতে গোসল করতে নেমে মোক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) নামে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মোক্তা মনি ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে। সে ক্যাংগারবিল নুরানি মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে হলো জেসি আক্তার। সে ইদগড় বদর মোকাম মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কয়েকজন বেড়িবাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি পানিতে ডুবে যায়। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, অন্যান্যদের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ওই দুজনকে উদ্ধার করে। পরে ইদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।