
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর সন্তোষ নাথ (৩৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে স্থানীয়রা খালের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৯ জুলাই সন্তোষ নাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তিনি লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজন বাড়ির পরিমল চন্দ্র নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। বিষয়টি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, তাঁর ছেলে বিভিন্ন সময় লোকজনকে সুদে টাকা দিতেন। অর্থ সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।