
নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুরের তরমুজ প্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি ধাক্কা খেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সামনের চাকা ফেটে গাড়িটি রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়াও আহত তিনজন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, “তরমুজ প্যাম্প এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তিন সপ্তাহ আগেও একই স্থানে একটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল।” তিনি এ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।