যান্ত্রিক ত্রুটিতে ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এল যাত্রীবাহী বিমান

 

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামেই ফিরে আসতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পর ফ্লাইট বিজি-১৪৮–এর ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ফলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি ঢাকায় না গিয়ে চট্টগ্রামেই অবতরণ করান।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছায়। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে উঠেই যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলট নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম ফিরে আসেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফিরে আসা ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবতরণ করে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন। বিমানের প্রকৌশল বিভাগ ত্রুটির কারণ তদন্ত করছে।

এদিকে ফ্লাইটটি কখন পুনরায় গন্তব্যে রওনা দেবে, তা এখনো জানানো হয়নি।