টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

 

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে সরাসরি তাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। বিমান বাহিনী প্রধানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (২৮ জুলাই) প্রতিনিধি দলটি প্রথমে সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায় নিহত শিক্ষার্থী হুমায়রার বাড়িতে যান। সেখানে তারা হুমায়রার কবর জিয়ারত ও গার্ড অব অনার প্রদান করেন। পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর প্রতিনিধি দলটি মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানবীর আহমেদের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তার কবরেও শ্রদ্ধা জানান।

কবর জিয়ারতের পর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিতে এসেছি।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফ্লাইট দুর্ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। টাঙ্গাইলের হুমায়রা ও তানবীর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরদিন নিজ নিজ এলাকায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।