
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির দুই সিনিয়র নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবর রহমান।
দলীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনের পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বাড়ি ফেরার পথে মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলা চালানো হয় এবং তার ওপর শারীরিক হামলার অভিযোগ ওঠে। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত শেষে কেন্দ্রীয় দপ্তরে দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়। কেন্দ্র এ সিদ্ধান্ত অনুমোদন করে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।
তবে এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
বাঁশখালী প্রতিদিন/ এম ওয়াই